আপনার ছবিতে ফ্রেম এড করুন একদম সহজে!!! (মাত্র ৭.৫ ওজনের সফট দিয়ে)



বিস‌মিল্লাহীর রহমানির রাহিম
     আসসালামুআলাইকুম, আপনারা কেমন আছেন? সম্ভবত আল্লাহর রহমতে মতে মনে হয় সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ করুনায় আমি কিন্তু ভালই আছি। ভাই আমি প্রথমেই বলে রাখছি, এই পোষ্টে যদি কোন ভূল-ত্রূটি থাকে তবে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ক্ষমাই মহত্বের লক্ষণ।
আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ফটোশপের
তেমন কাজ জানেন না। শুধু মাত্র তাদের জন্যই আমার আজকের এই পোষ্ট উতসর্গ করলাম।
আমরা যারা ফটোশের কাজ তেমন বুঝি না তাদের মধ্যে অনেকেই চাই ছবি নিয়ে অনেক কিছু করতে বা অনেক সুন্দর একটি ডিজাইন করতে। তেমন একটি ডিজাইন হচ্ছে ছবিতে ফ্রেম ফিট করা। আসলে যারা ফটোশপ এক্সপার্ট তাদের জন্য এটা করা মামুলি ব্যাপার। কিন্তু আমার মত যারা ননএক্সপার্ট তাদের জন্য এটা বিশাল ব্যাপার। তাই অনেক খোজা খোজির পর একটি সফট পেলাম যা মোটামুটি সুন্দর ভাবেই যেকোন JPG ছবিতেই ফ্রেম সেট করা খুবই সহজ। তাই ভাবলাম এটি সবার মাঝে শেয়ার করি। এ লক্ষ্যেই আমার আজকের পোষ্ট।

তাই কথা না বাড়িয়ে যদি প্রয়োজন মনে করেন তাহলে সফটটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
ডাউনলোড হয়ে গেল তা আর দশটি সফটয়ের মতই সেটআপ করে নিন।
সেটআপ হয়ে গেলে এখন কোন ক্রমেই এটিকে ওপোন করবেন না। প্রথমে নিচের লিংকে ক্লিক করে এটির ক্রাক ফাইলটি ডাউনলোড করে নিন। এই ক্রাক ফাইলটি ছাড়া এই সফটটি কিছু দিন পর অচল হয়ে যাবে। তাই অবশ্যই ক্রাক ফাইল টি ডাউনলোড করে নিন।
ক্র্যাক সেটআপ করতে গেলে আপনাকে একটু কৌশল প্রয়োগ করতে হবে। আসলে এই কাজটি একদম সহজ।
১। প্রথমে আপনার পিসির Run অপশনে গিয়ে হুবহু লিখে  ok দিন।
“C:\Program Files\FrameShow”
২। ok দেওয়ার সাথে সাথে ই দেখবেন একটি নতুন উইন্ডো এসেছে
৩। এখন দ্বিতীয় বারে ডাউনলোড করা ক্র্যাক ফাইলটির একটি কপি এই ফোল্ডারে পেষ্ট করুন।
৪। যদি কোন কিছু দেখায় তাহলে YES  বা Replace বা Overwrite এ ক্লিক করুন।
ব্যাস শেষ হয়ে গেল আপনার সব কাজ এখন ডেক্সটপ থেকে শর্টকাটে ক্লিক করে ওপেন করুন। একদম সহজ ইউজার ম্যানুয়েল একটি ঘাটাঘাটি করলেই পুরো আয়ত্ত্বে এসে যাবে ইনশআল্লাহ।
আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।
Related Posts

Tambahkan Komentar Sembunyikan