বিসমিল্লাহীর রাহমানির রাহীম
আমাদের প্রায় সকলেরই মনে চায় দারুন সব ডাজাইন করতে। কিন্তু ফটোশপে পারদর্শী না হওয়ার কারণে আমাদের সেই আশা আর পূরণ হয় না। তাই একটি সফট সংগ্রহ করলাম যার নাম....
FontTwister1.4. দারুন একটি সফট। মূলত এটি দ্বারা আপনি যেকোন লেখা বিভিন্ন ডিজাইনে এমন কি 3D ও করতে পারবেন। আমার কাছে এটির একটি ফুল ভার্সন আছে। তাই সবার সাথে শেয়ার করা দরকার। নিচের ছবিগুলো আমি FontTwister1.4 দিয়ে ডাজাইন করেছি।
FontTwister1.4. দারুন একটি সফট। মূলত এটি দ্বারা আপনি যেকোন লেখা বিভিন্ন ডিজাইনে এমন কি 3D ও করতে পারবেন। আমার কাছে এটির একটি ফুল ভার্সন আছে। তাই সবার সাথে শেয়ার করা দরকার। নিচের ছবিগুলো আমি FontTwister1.4 দিয়ে ডাজাইন করেছি।
তাই কথা না বাড়িয়ে যদি মনে করেন আপনার প্রয়োজন আছে তাহলে ডাউনলোকরে নিতে পারেন।
যদি আপনার কাছে WinRAR বা 7zip না থাকে তাহলে আপনাদের সুবিধার্থে ডাউনলোড করার জন্য নিচের লিংক গুলো ফলো করুন।
( খুবই কাজের সফটওয়্যার)
“CLICK HERE FOR DOWNLOAD: THE WinRAR”(মাত্র ১.৩৩ এম বি)
“CLICK HERE FOR DOWNLOAD: 7zip” (মাত্র ৯০০ কেবি)
WinRAR বা 7zip ডাউনলোড হয়ে গেলে সেটআপ করে নিন। তারপর FontTwister1.4 নামক যেফাইলটি আপনি প্রথেম ডাউপলোড করেছিলেন সেটিকে WinRAR বা 7zip দিয়ে Extract করে নিন। FontTwister1.4 Extract হয়ে গেলেই এর সেটআপ ফাইল পেয়ে যাবেন। আর দশটি সফটএর মতই এটিকে সেটআপ করে নিন। সেটআপ হওয়ার পর এটি যখন ওপেন হবে তখন Registration এ ক্লিক করলেই দেখবেন Name এবং Serial চাইবে।
ভাই আমিওতো আপনারিমতই একজন মানুষ, তাই আমারওতো ভূল-ত্রূটি থাকতে পারে।
Related Posts
Tambahkan Komentar Sembunyikan