বিসমিল্লাহীর রহমানির রাহীম
মহান আল্লাহতায়ালার অশেষ করুনায় সবাই নিশ্চই ভালো আছেন?
মহান
আল্লাহ তায়ালা পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন তার সব কিছুই কিন্ত নশ্বর,
কোন কিছুই কিন্তু অবিনশ্বর নয়। অর্থাৎ সব কিছুরই এক সময় লাইফ টাইম চলে যায়।
তবে এক্ষেত্রে মানুষ একটু ভিন্ন। একজন মুসলিম হিসাবে একথা অনস্বীকার্য যে,
মানুষের মৃত্যু বলতে শুধুমাত্র একটি স্থান পরিবর্তন করাকে বুঝায়। যাক এই
পোষ্টে এসব আমার প্রসঙ্গ নয়। আমার কথায় আসি- হঠাৎ করেই যদি কম্পিউটারের কোন
ফোল্ডার করাপ্টেড হয়ে যায় বা আপনার প্রয়োজনীয় একটি সিডি/ডিভিডি যদি নষ্ট
হয়ে যায় আর ঐ ফোল্ডারে যদি আপনার প্রয়োজনীয় কোন ফাইল থেকে থাকে তাহলে
কিন্তু আপনার জন্য এটা একটি বিশাল সমস্যা হয়ে দাড়াবে।
আজ যেই সফটটা শেয়ার করব এটা দিয়ে আপনি করাপ্টেড ফোল্ডার থেকে খুব সহজেই Data Recovery করতে পারবেন।
সবচেয়ে
মজার বিষয় হল এটি একটি ফ্রিওয়্যার সফটওয়্যার,
তাই কোন লাইসেন্স কী এর প্রয়োজন নাই এছাড়াও এটি একটি পোর্টেবল সফটওয়্যার তাই আপনাকে কষ্ট করে সেটআপ দিতে হবে না।
তাই কোন লাইসেন্স কী এর প্রয়োজন নাই এছাড়াও এটি একটি পোর্টেবল সফটওয়্যার তাই আপনাকে কষ্ট করে সেটআপ দিতে হবে না।
ব্যবহারবিধি: একেবারেই সোজা
১। Add এ ক্লিক করে আপনি যেই ফোল্ডারটি রিকোভারি করতে চান সেটি সিলেক্ট করুন।
২। তারপর Recover Data and Copy To তে ক্লিক করুন এবং যেই ফোল্ডরে রিকোভারি করা নতুন ফাইলটি দেখতে চান সেই ফোল্ডারটি সিলেক্ট করুন।
ব্যাস হয়েগেলো আপনার কাজ। এখন কিছুক্ষণ অপেক্ষা করুন। দেখবেন আপনার ডাটাগুলো রিকোভারি হয়ে যাবে ইনশআল্লাহ।
ভাই আমিওতো আপনারই মতই একজন রক্তে-মাংসে গড়া মানুষ। তাই আমার কি কোন ভূলত্রূটি থাকতে পারে না?
আল্লাহ হাফেজ।Related Posts
Tambahkan Komentar Sembunyikan