Files Terminator দিয়ে আপনার গোপনীয়/অপ্রয়োজনীয় ফাইলকে Delete করুন আজীবনের জন্য!!! (মাত্র ৩মেগাবাইট)

বিসমিল্লাহীর রহমানির রাহীম
মহান আল্লাহতায়ালার অশেষ করুনায় সবাই নিশ্চই ভালো আছেন?
আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু গোপনীয় তথ্য থাকে যা কোন একসময় আমরা আজীবনের জন্যই Delete করতে চাই। তবে এখন সবাই জানেন যে উইন্ডোজের ডিফল্ট Delete অপশন দিয়ে Delete করলে তা কিন্তু অতিসহজেই রিকোভারী বা ফিরিয়ে আনা যায়! এক্ষেত্রে দেখা যায় যে, আমারা অপ্রয়োজনীয় ফাইলগুলো Delete করা সত্বেও যেকেউই আবার ফিরিয়ে আনতে পারে। তবে আমার কাছে একটি সফটওয়্যার আছে যেটি দিয়ে Delete করলে ফাইলটি আজীবনের জন্যই ডিলিট হয়ে যায়!।

আসলে সফটওয়্যার নির্মাতারা প্রতিনিয়তই তাদের নির্মিত সফটগুলোকে আপডেট করে থাকেন।
দেখা যায় যে, একটি সফট তৈরী
করা হল ফাইল Delete করার জন্য আবার অন্যজন একটি সফট তৈরী করলেন Delete হওয়া ফাইল ফিরিয়ে আনার জন্য। এখন বলুনতো কোনটি বেশী কার্যকর?
আসলে যত আপডেট ততই কার্যকর। এজন্যই সকল সফটওয়্যার নির্মাতারাই তাদের সফটওয়্যারগুলোকে নিয়মিত আপডেট করেন বা নতুন নতুন ফিচার যুক্ত করেন। তবে এরই প্রেক্ষিতে আমার কাছে ফাইল Delete করার যে সফটটি আছে এটি আমার জানামতে মোটামুটি আপডেট ও ল্যাটেষ্ট। আমি ফাইল Delete করে দেখেছি মোটামুটি ভালোভাবেই Delete করে থাকে। যদি আপনার প্রয়োজন থাকে তাহলে ডাউনলোড করে রাখতে পারেন-


এটি একটি Freeware সফটওয়্যার তাই কোন লাইন্সেস কী প্রয়োজন নেই। এছাড়াও এটি পোর্টেবল যা সেটআপের প্রয়োজন নেই।
ব্যবহারবিধি: একদম সোজা।
১। ডাউনলোড হলে আনজিপ করুন।
২। এখন Files Terminator নামক ফাইলে ডাবল ক্লিক করুন।
0
৩। এখন যদি ফোল্ডার Delete করতে চান তাহলে Destory Folder অথবা যদি ফাইল Delete করতে চান Destory Files (S) এ ক্লিক করুন।
৪। এখন আপনি যে ফাইল বা ফোল্ডারটি Delete করতে চান সেটি সিলেক্ট করুন।
৫। এখন Ok তে ক্লিক করুন।
ব্যাস হয়ে গেল আপনার কাজ। এখন ইনশআল্লাহ আপনার ঐ ফাইলকে আর কেউ ফিরিয়ে আনতে পারবে না!
বি:দ্র: এই সফটওয়্যার ব্যবহার করতে গিয়ে যদি আপনি আপনার প্রয়োজনীয় কোন ফাইল Delete করেন তাহলে কিন্তু লেখক, এই সাইটকে দায়ী করতে পারবেন না। তবে এটুকু বলতে পারি, একটু সাবধান হয়ে কাজ করলে কোন সমস্যা হবে না ইনশআল্লাহ।
ভাই আমিওতো আপনারই মতই একজন রক্তে-মাংসে গড়া মানুষ। তাই আমার কি কোন ভূলত্রূটি থাকতে পারে না?
আল্লাহ হাফেজ।
Related Posts

Tambahkan Komentar Sembunyikan