বিসমিল্লাহীর রাহমানির রাহীম
আসসালামুআলাইকুম, মহান আল্লাহ তায়ালার অশেষ করুনায় সম্ভবত সকলেই ভালোই আছেন।
আমি যখন ছোট বেলায় পেন্টিয়াম-২ অথবা পেন্টিয়াম-৩ পিসি চালাতাম তখন দেখতাম ঐসকল পিসির হার্ডডিক্স মাত্র ৫/১০/১৫/৩০ জিবি। এই কিছুদিন আগের কথা আমাদের বাসায় একটি পেন্টিয়াম-৩ ছিল যার হার্ডসিক্স মাত্র ৩০ জিবি ছিল। এখন অবশ্যই পিসিটি নাই তবে ৩০ জিবি হার্ডডিক্সটা কিন্তু আছে। আসলে বলতে চাচ্ছি যে,
আগে আমাদের হার্ডডিক্স গুলো ছোট ছিল ফাইল ও কম ছিল। কিন্তু এখন আমাদের হার্ডডিক্সও বড় হয়েছে ফাইলের পরিমাণ ও অগিনত হয়েছে। তাই ফোল্ডার টু ফোল্ডার ক্লিক করে করে গিয়ে ফাইল খুজে বের করা অনেকের জন্য ই কষ্টে ব্যাপার। অনেকের কথা বাদ দিলাম আমার কথাই বলি আমার পিসি তে এত ফাইল যে অনেক সময় ফাইলের নামটাও মনে থাকে না। তাই সার্চ করতে গিয়ে হিমশিম খেতে হয়। তাই মনে মনে ভাবলাম যদি এমন একটি সফট পাই যার দ্বার আমার ড্রাইভগুলোর সবফাইলকে এক ক্লিকেই মনিটরিং করে দিবে। তাহলে খুব মজার হত। যা ভাবা তাই কাজ নেটে ঘুরতে ঘরতে পেয়ে গেলাম একটি সফট যার নাম “SpaceSniffer”। আমার কাছে খুবই ভালো লেগেছে এটি।
আগে আমাদের হার্ডডিক্স গুলো ছোট ছিল ফাইল ও কম ছিল। কিন্তু এখন আমাদের হার্ডডিক্সও বড় হয়েছে ফাইলের পরিমাণ ও অগিনত হয়েছে। তাই ফোল্ডার টু ফোল্ডার ক্লিক করে করে গিয়ে ফাইল খুজে বের করা অনেকের জন্য ই কষ্টে ব্যাপার। অনেকের কথা বাদ দিলাম আমার কথাই বলি আমার পিসি তে এত ফাইল যে অনেক সময় ফাইলের নামটাও মনে থাকে না। তাই সার্চ করতে গিয়ে হিমশিম খেতে হয়। তাই মনে মনে ভাবলাম যদি এমন একটি সফট পাই যার দ্বার আমার ড্রাইভগুলোর সবফাইলকে এক ক্লিকেই মনিটরিং করে দিবে। তাহলে খুব মজার হত। যা ভাবা তাই কাজ নেটে ঘুরতে ঘরতে পেয়ে গেলাম একটি সফট যার নাম “SpaceSniffer”। আমার কাছে খুবই ভালো লেগেছে এটি।
প্রথম কারণ হল এটি একটি পোর্টেবল সফট, তাই সেটআপের ঝামেলা নেই।
দ্বিতীয়ত, মাত্র একটা ক্লিকেই ড্রাইভের সব ফাইলকে মনিটরিং করতে পারে।
তৃতীয়ত, শুধুকি মনিটরিং? ফাইলে ডাবল ক্লিক করার সাথে সাথে তা ওপেন ও হয়।
চতুর্থত, এর ওজন মাত্র ৫৮৩ কেবি। যা শেয়ার করা ও সহজ হবে।
তাই যদি মনে করেন আপনার প্রয়োজন আছে তাহলে ডাউনলোড করে নিতে পারেন।
সেটআপের কোন ঝামেলাই নেই। কারণ আগেই বলেছি এটি একটি পোর্টেবল সফট।
প্রথমে, ডাউনলোড করা Space Sniffer নামক ফাইলটিতে ডাবল ক্লিক করুন। দেখবেন যে আপনার পিসির সবড্রাইভ দেখাচ্ছে।
দ্বিতীয়ত, এখন যে ড্রাইভ ব্রাউজ করতে চান তাতে ডাবল ক্লিক করুন। নিচের ছবির মত আপনার পিসির সব ফাইলকে দেখাবে যটি ইচ্ছা সেটিতে রাইট বাটন ক্লিক করে ওপেনে ক্লিক করুন ওপেন হবে।
তবে এটিকে আমি আপলোডের সুবিধার্থে .rar ফরম্যাটে রেখেছি। WinRar দিয়ে এক্সট্রাক্ট করলেই হবে। যদি আপনার কাছে উইনর্যার না থাকে তবে নিচের লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন।
যদি কোন ভূল ত্রূটি হয়ে থাকে তবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ-হাফেজ।
Related Posts
Tambahkan Komentar Sembunyikan